গেলো ৫৬ বছর ধরে ইসরাইলের দখলদারিত্বের কারণেই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের ওপর হামলা করেছে। তারা বিনা কারণে ইসরাইলে হামলা করেনি। মন্তব্য করলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (২৪ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি এ মন্তব্য করেন। বুধবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্দেশে গুতেরেস বলেন, ফিলিস্তিনিদের অভিযোগগুলো যেমন হামাসের আক্রমণের বৈধতা দিতে পারে না, তেমনি হামাসের আক্রমণের জন্য ফিলিস্তিনিদের ওপর হামলাকেও বৈধতা দেয়া যায় না।
তিনি আরও বলেন, এ ধরনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বেসামরিক নাগরিকদের সম্মান ও সুরক্ষার মৌলিক নীতিগুলোর বিষয়ে পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি।
জাতিসংঘ মহাসচিব বলেন, তারা দেখেছে তাদের ভূখণ্ড স্থিরভাবে গ্রাস করা হয়েছে, তারা সহিংসতায় জর্জরিত হয়েছে, তাদের অর্থনীতির গলা টিপে ধরা হয়েছে, তাদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এ সমস্যার যে রাজনৈতিক সমাধানের আশা তাদের ছিল, সেটি হারিয়ে যাচ্ছে।
এদিকে, গুতেরেস নিরাপত্তা পরিষদে এমন মন্তব্যের পর ইসরাইল জাতিসংঘ মহাসচিবের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে।
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের দূত গিলাড ইরদান এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে গুতেরেসের পদত্যাগের দাবি জানিয়ে বলেন, ‘আমি তাকে এ মুহূর্তে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। ইসরাইলের জনগণ ও ইহুদিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে জঘন্য অপরাধের প্রতি যারা সহানুভূতি দেখায়, তাদের সঙ্গে কথা বলার কোনো কারণ ও যৌক্তিকতা নেই।’
গেলো ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের এ নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৫ হাজার ৭৯১ জনের ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে নিহতদের মধ্যে ৩০৫ জন শিশু, ১৭৩ জন নারী ও ৭৮ জন বয়স্ক ব্যক্তি রয়েছেন।
টিআর/