প্রথম দুই ম্যাচ হেরে কিছুটা বিপদেই পড়েছিল অস্ট্রেলিয়া। তবে পরের দুই ম্যাচ জিতে এখন ফুরফুরে মেজাজে রয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। এবার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তুলনামূলক দুর্বল দল হলেও ডাচ বাহিনীকে কিছুটা সমীহ করেই চলতে হচ্ছে। এর আগে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখিয়ে এসেছে নেদারল্যান্ডস।
বুধবার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে দিল্লিতে বিশ্বকাপের ২৪তম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। ম্যাচটিতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় অজি বাহিনী। আর আবারও চমক দেখানোর অপেক্ষায় ডাচরা।
স্বাগতিক ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ম্যাচটিতে ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত। তাতে হারের যন্ত্রণায় বিদ্ধ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যন্ত্রণার শেষ এখানেই হয়নি। নিজেদের পরের ম্যাচে অজিরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৪ রানের বড় ব্যবধানে হারে।
তবে এরপরেই ঘুরে দাঁড়ায় ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালের জয়ীরা। তৃতীয় ম্যাচে এসে অস্ট্রেলিয়া পায় প্রথম জয়ের দেখা। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারায় দলটি। পরের ম্যাচে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে টানা জয় তুলে নেয় প্যাট কামিন্সের দল।
অন্যদিকে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া নেদারল্যান্ডসের প্রত্যাবর্তন হয় তৃতীয় ম্যাচে। চলতি বিশ্বকাপে বিস্ময় জাগানো দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারায় ডাচ বাহিনী। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও হার দেখে নেদারল্যান্ডস। এবার অজিদের বিপক্ষে বড় পরীক্ষা দিতে মাঠে নামছে তারা।