আর্কাইভ থেকে আওয়ামী লীগ

আওয়ামী লীগ কতটুকু অসাম্প্রদায়িক তা আরেকবার দেখলো বাংলাদেশ

আওয়ামী লীগ কতটুকু অসাম্প্রদায়িক তা আরেকবার দেখলো বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ সব ধর্মের মানুষের জন্য শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে আওয়ামী লীগের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত চক্র যখন দেশ পরিচালনা করেছে তখন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘুদের বিরুদ্ধে সবচেয়ে বড় কর্মসূচি চালানো হয়েছিল। সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন। জয় নিজের ফেসবুক লিখেছেন- এ বছর সারাদেশে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব পালিত হলো, আওয়ামী লীগ দল হিসেবে কতটুকু অসাম্প্রদায়িক তা আরেকবার দেখলো বাংলাদেশ। কিন্তু, বিগত বিএনপি-জামাত আমলে এদেশে ঠিক বিপরীত চিত্র দেখা গিয়েছে, যেখানে সাম্প্রদায়িক হামলা, মানুষ হত্যা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের সেই অন্ধকার যুগের সমাপ্তি টেনেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক আদর্শকে ধারণ করে আওয়ামী লীগ এর নেতৃতে, এদেশের সকল সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বাংলাদেশে আবার এগিয়ে যাবে, এটাই হোক আমাদের সবার প্রতিজ্ঞা।

এ সম্পর্কিত আরও পড়ুন আওয়ামী | লীগ | কতটুকু | অসাম্প্রদায়িক | তা | আরেকবার | দেখলো | বাংলাদেশ