আর্কাইভ থেকে বাংলাদেশ

থাইল্যান্ডে বাংলাদেশের তিন পদক জয়, নাসরিনেরও তিন স্বর্ণ

থাইল্যান্ডে বাংলাদেশের তিন পদক জয়, নাসরিনেরও তিন স্বর্ণ

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে আর্চারির স্টেজ ওয়ানে একের পর এক সুখবর উপহার দিচ্ছে বাংলাদেশ দল। আজ শনিবার (১৯ মার্চ) ফুকেটে টুর্নামেন্টের শেষ দিনে একের পর এক সাফল্য উপহার দিচ্ছেন রোমান সানা, দিয়া সিদ্দিকীরা। দিনের শুরুতে রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে সোনা জেতেন বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার জুটি। এর মিনিট দশেকও পেরোতে না পেরোতেই এল রিকার্ভ মেয়েদের দলগত ইভেন্টেও বাংলাদেশের সোনা জয়ের খবর। আর রিকার্ভ নারী দলগত ইভেন্টে তৃতীয় স্বর্ণ পেলো লাল-সবুজরা। 

নারী ব্যক্তিগত ইভেন্টে অল বাংলাদেশ ফাইনাল ছিলো, তাই স্বর্ণজয় ছিলো নিশ্চিত। অপেক্ষাটা ছিলো শুধু নাসরিন আক্তার না দিয়া সিদ্দিকী, কার হাত ধরে দেশে আসবে স্বর্ণ। তাও পূরণ হলো। থাইল্যান্ডে অল বাংলাদেশ ফাইনালে নাসরিন আক্তার ৬-২ সেটে দিয়া সিদ্দিকীকে পরাজিত করেন। তাতে শেষ হাসিটা ফোটে নাসরিনের মুখে, দিয়া জেতেন রূপা।

মহাদেশীয় কোনো প্রতিযোগিতায় অল বাংলাদেশ ফাইনাল হওয়ার ঘটনা এই প্রথম। এই ফাইনালের ফলাফলটি বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য একটু অন্য রকমই। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন থাইল্যান্ডে | বাংলাদেশের | তিন | পদক | জয় | নাসরিনেরও | তিন | স্বর্ণ