আর্কাইভ থেকে জনদুর্ভোগ

ছয় ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক

ছয় ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও সফিপুর এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ৪র্থ দিনের মতো বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকেরা । শ্রমিক বিক্ষোভে অন্তত ৬ ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন পথচারী ও যানবাহনের যাত্রীরা। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯টার পর থেকেই কোনাবাড়ী, শফিপুর ও মৌচাক এলাকার আশপাশের শ্রমিকরা মহাসড়কে নেমে আন্দোলন শুরু করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় আন্দোলন নামেন শ্রমিকরা। এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আন্দোলনকারীরা সফিপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে ফের অবরোধ সৃষ্টি করে। এসময় পুলিশ সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা ইকোটেক্স নামের একটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ও ভাঙচুর চালায়। এক পর্যায়ে তারা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান গণমাধ্যমে বলেন, শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে কয়েকদিন ধরে আন্দোলনে নেমেছে। এসময় কয়েক হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন ছয় | ঘণ্টা | সড়কে | যান | চলাচল | স্বাভাবিক