আর্কাইভ থেকে ক্রিকেট

লঙ্কানদের সামনে ১৫৬ রানেই গুঁড়িয়ে গেলো ইংল্যান্ড

লঙ্কানদের সামনে ১৫৬ রানেই গুঁড়িয়ে গেলো ইংল্যান্ড
সংস্করণ যাইহোক, ইংল্যান্ড মানেই আক্রমণাত্মক ব্যাটিং। বিধ্বংসী ব্যাটিংয়ে কয়টা উইকেট পড়ল, এ ব্যাপারে তাদের থোরাই কেয়ার। বেঙ্গালুরুর চিন্নস্বামীতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করতে গিয়ে প্রায় ১৭ ওভার আগেই অলআউট হয়ে গেছে ইংরেজরা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান এসেছে স্টোকসের ব্যাট থেকে। শ্রীলঙ্কার হয়ে ৩৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার লাহিরু কুমারা। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। উদ্বোধনী জুটিতে প্রথম ৬ ওভারেই ৪৫ রান তুলে নেয় দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারেস্টো। এরপরই মোড়ক লাগে ইংলিশ ব্যাটিং লাইনআপে। দীর্ঘদিন পর ইনজুরির কারণে দলে ফেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ মালান ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত দেন। ঠিক ১২ রান পর দলীয় ৫৭ রানে জো রুট রান আউটের ফাঁদে পড়েন। ইনফর্ম এই ব্যাটার এদিন দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন। দলীয় ৬৮ রানে বেয়ারেস্টোকে ধনঞ্জয়া ডি. সিলভার ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান রাজিথা। দলীয় ৭৭ রানে লাহিরু কুমারার শিকারে পরিণত হন অধিনায়ক বাটলার। দলীয় ৮৫ রানে লিয়াম লিভিংস্টোনকে এলবির ফাঁদে ফেলে দ্বিতীয় শিকার করেন লাহিরু। মঈন আলীকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে বেন স্টোকস ৩৭ রানের জুটি গড়েন। দলীয় ১২২ রানে মঈন আলীকে ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এটি ছিল ম্যাচে তার দ্বিতীয় উইকেট। এক রান পরই ৭ম উইকেট হিসেবে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ক্রিস ওকস। দলীয় ১৩৭ রানে দলের পক্ষে সর্বোচ্চ রান করা স্টোকস বিদায় নেন লাহিরু কুমারার তৃতীয় শিকার হয়ে। স্টোকসের বিদায়ের ১০ রান পর রানআউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন আদিল রশিদ। দলীয় ১৫৬ রান শেষ উইকেট হিসেবে থিকসানার শিকারে পরিণত হন মার্ক উড। বোলিংয়ে শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা ৩টি, কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২টি করে এবং থিকসানা একটি উইকেট লাভ করেন। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন লঙ্কানদের | সামনে | ১৫৬ | রানেই | গুঁড়িয়ে | গেলো | ইংল্যান্ড