আওয়ামী লীগ, বিএনপিসহ কমপক্ষে ৩৫টি রাজনৈতিক দল আজ রাজধানীতে সমাবেশ করবে। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে শনিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। একই দিন নেতাকর্মীদের মুক্তি ও কেয়ারটেকার সরকারের দাবিতে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৩৭টি দলও সমাবেশ করবে ঢাকায়। এদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর দুইটায় আওয়ামী লীগের সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে হওয়ার কথা রয়েছে। এদিকে একই সময়ে বিএনপি মহাসমাবেশ করবে নয়াপল্টনে। এছাড়া জামায়াতে ইসলামীর মহাসমাবেশ দুপুর ২টায় মতিঝিলের শাপলা চত্বরে শুরু হওয়ার কথা রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যানবাহনগুলোকে তল্লাশি করে তবেই ঢাকায় প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।
এ মহাসড়ক ধরে চলা বাস, লেগুনা, মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার থামিয়ে চেক করে তারপর ঢাকায় প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।
এদিকে, রাজধানীর সব কটি প্রবেশমুখে তল্লাশিচৌকি। রাজধানীর বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে ঢাকার মধ্যাঞ্চলে যেখানে সমাবেশের পরিকল্পনা করা হয়েছে সেখানে চেকপোস্ট বসানো হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে পুলিশ ও র্যাবের সদস্যরা। শহরের উপকণ্ঠেও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ইমরান খান বলেন, নিরাপত্তা ও জননিরাপত্তা বজায় রাখতে ইতোমধ্যেই রাজধানীতে এলিট ফোর্সের ১৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা যেকোনো ভাঙচুর ও সরকারি সম্পত্তি ধ্বংসের চেষ্টা রোধে কাজ করবে।
র্যাব সদস্যরা ইতোমধ্যেই সাদা পোশাকে চেকপোস্ট, রাস্তায় টহল ও গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। আব্দুল্লাহপুর, রামপুরা, পূর্বাচল ৩০০ ফুট রোড, আমতলী, বসিলা, আগারগাঁও, শিশুমেলা, কচুক্ষেত, টেকনিক্যাল ক্রসিং, মিরপুর কাজীপাড়া, সাভার, মানিকগঞ্জ, ডেমরা, পোস্তগোলা ও সয়দাবাদে চেকপোস্ট বসানো হয়েছে।
মোহাম্মদপুর, আদাবর, ধানমণ্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও ও তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ ‘রোবাস্ট পেট্রোল’-এর মাধ্যমে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন বলেও জানান ওই কর্মকর্তা।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে বিকেল তিনটায় প্রেস ক্লাবের সামনে। ১২-দলীয় জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে। এলডিপি কারওয়ান বাজারে এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
এছাড়াও গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ১২টায় মতিঝিলে নটর ডেম কলেজের উল্টো পাশে এবং লেবার পার্টি বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে। গণ অধিকার পরিষদের সমাবেশ বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে।