আর্কাইভ থেকে বাংলাদেশ

সমঝোতা না হলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বেধে যেতে পারে : জেলেনস্কি

সমঝোতা না হলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বেধে যেতে পারে : জেলেনস্কি

ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনা বসতে চায় এবং বর্তমান সংলাপ ব্যর্থ হওয়ার অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া। রাশিয়ার সঙ্গে তার দেশের আলোচনায় কোনো সমঝোতা না হলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বেধে যেতে পারে। বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় রোববার সংবাদমাধ্যম দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

জেলেনস্কি আরও বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। তিনি বিশ্বাস করেন যে আলোচনাই যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায়।

তিনি বলেন আমি মনে করি আলোচনার সম্ভাবনা রয়েছে এমন যেকোনো ফরম্যাট, যেকোনো সুযোগ আমাদের ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, ইউক্রেন যদি সামরিক জোট ন্যাটোর সদস্য হতো তাহলে এই ‘যুদ্ধ শুরু হতো না’।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন অবাস্তব প্রস্তাব তুলে ধরে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন সমঝোতা | হলে | তৃতীয় | বিশ্বযুদ্ধ | বেধে | যেতে | পারে | | জেলেনস্কি