আর্কাইভ থেকে বাংলাদেশ

আরেকটি ইতিহাস গড়ার দিন আজ

আরেকটি ইতিহাস গড়ার দিন আজ

পাকিস্তানকে হারানোর পর এবার ভারতকে হারানোর লক্ষ্য বাংলাদেশ। তা করতে হলে ২৩০ রান করতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। নারী ওয়ানডে বিশ্বকাপে তা করতে পারলে আরেকটি ইতিহাসের স্বাক্ষী হবে টাইগ্রেসরা। কিছুদিন আগে পাকিস্তানকে হারিয়েছ বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও জয়ের একেবারে দ্বারপ্রান্তে থাকা ম্যাচটিতে তীরে এসে তড়ী ডুবলো।

নিউজিল্যান্ডের হ্যামিল্টনে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২৯ রান সংগ্রহ করেছে ভারত।  শুরুটা দুর্দান্ত ছিলো তাদের। উদ্বোধনী জুটিতে ১৫ ওভারের আগেই ৭৪ রান তুলে ফেলে তারা। এরপর স্মৃতি মান্দানাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদা আক্তার। মান্দানার ব্যাট থেকে আসে ৫১ বলে ৩০ রান।

১৬তম ওভারে ভারতের ইনিংসে জোড়া আঘাত হানেন রিতু মনি।  ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ফেরান শেফালি ভার্মা ও অধিনায়ক মিতালি রাজকে। ৪২ বলে ৪২ রান করা শেফালি ফেরেন স্ট্যাম্পিং হয়ে। ক্রিজের এসেই প্রথম বলে কাভারে ক্যাচ তুলে দেন মিতালি।

এরপর যতিকা ভাটিয়ার ৫০, পূজা বস্ত্রাকরের অপরাজিত ৩০, স্নেহ রানার ২৭ ও রিচা ঘোষের ২৬ রানে ভর করে ৫০ ওভার শেষে ২২৯ রানে স্কোর পায় ভারত। বাংলাদেশের পক্ষে রিতু মনি ৩৭ রানের বিনিময়ে তিনটি উইকেট লাভ করেন। নাহিদা খাতুনের শিকার দুই উইকেট।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন আরেকটি | ইতিহাস | গড়ার | দিন | আজ