আর্কাইভ থেকে আইন-বিচার

সাবেক সেনা কর্মকর্তা সারওয়ার্দী গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা সারওয়ার্দী গ্রেপ্তার
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে চৌধুরী হাসান সারওয়ার্দী সঙ্গে করে নিয়ে যান। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর পরেই তাকে গ্রেপ্তার করে ডিবি। প্রধানমন্ত্রী বলেন, ‘তাকে (হাসান সারওয়ার্দী) ছাড়া হবে না। তার খোঁজ করা হচ্ছে। তাকে ধরা হবে। জিজ্ঞেস করা হবে কেন প্রতারণা করলো। আমি নির্দেশ দিয়েছি। উনি সাজিয়ে গুঁছিয়ে নিয়ে এসেছে। তাকে ধরা হবে, ব্যবস্থা নেবো।’ এর আগে রোববার (২৯ অক্টোবর) বিমানবন্দর থেকে আটক গ্রেপ্তার দেখানো হয় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে। একইসঙ্গে বিএনপি নেতা মো.ইশরাক হোসেন ও সেনা কর্মকর্তা সারওয়ার্দীর বিরুদ্ধেও মামলা হয়। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন সাবেক | সেনা | কর্মকর্তা | সারওয়ার্দী | গ্রেপ্তার