অপরাধ

যুবলীগ নেতার বাড়িতে পোড়ান হচ্ছিলো তরুণীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক তরুণীকে হত্যার পর মরদেহ পোড়ানোর সময় এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছেন জনতা।  এ ঘটনার সঙ্গে জড়িত ফারহান ভূঁইয়া রনি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক রনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর ছেলে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহীনূর ইসলাম

স্থানীয়রা জানান, সকালে শাহনেওয়াজ ভূঁইয়ার পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনির কাছে জানতে চাইলে তিনি জানান, বাড়ির ময়লা কাপড়-চোপর পোড়াচ্ছেন।

তার কথায় সন্দেহ হলে প্রতিবেশী এনামুল ও তার ভাই রুমান আগুনে কী পোড়ান হচ্ছে দেখতে চান। এতে রনি ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধরের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এতে সন্দেহ ঘনীভূত হলে তারা গ্রামের লোকজন একত্রিত করে সেখানে গিয়ে মরদেহ পুড়তে দেখেন। এ সময় গ্রামের লোকজন ফারহান ভূঁইয়া রনিকে বেঁধে আটক করে পুলিশকে খবর দেয়।

আখাউড়া থানার ওসি তদন্ত জানান,  যুবলীগ নেতার বাড়ির পরিত্যক্ত ঘরে মাটি খুঁড়ে গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে অঙ্গার হয়ে গছে। তবে দেহের সঙ্গে কোনো মাথা ছিল না। পোড়ানো হাতে চুড়ি থাকায় দেহটি কোন তরুণীর বলে ধারণা করছে পুলিশ।

আটক রনি এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারীঘটনার পরে রনির বাবা ও যুবলীগ নেতা শাহনেওয়াজ পলাতক আছেন বলে জানিয়েছে পুলিশ।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়া