সংযুক্ত আরব আমিরাতে বিএনপি যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে। রোববার শারজা ইয়াকুব সৈনিক ফার্ম হাউসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম নোয়াব।
উদযাপন কমিটির সদস্য সচিব ও বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী ও ইউএই বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন।
প্রধান বক্তা ছিলেন ইউএই বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুধাবি বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন খতিব।
আলোচনা সভায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের ব্যাপকভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এই দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করতে হবে। দেশের স্বার্থকে বড় করে দেখে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এনএস/