আবহাওয়া

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে, এতে করে শীত বাড়বে এবং মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, আজ  সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস, সকাল ৯টায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারে সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ অনেকটা কমতে শুরু করে। সন্ধ্যার পর হিমেল হাওয়া ও শীতের প্রকোপ বেড়ে যায়। তবে শহরজুড়ে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশি ঠান্ডা অনুভূত হয়। তীব্র ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের জন্য বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) এ তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

জেডএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন আবহাওয়া | সর্বনিম্ন তাপমাত্রা