আর্কাইভ থেকে বাংলাদেশ

তাসকিনের পাঁচ উইকেট

তাসকিনের পাঁচ উইকেট

দেশের ক্রিকেটে গতিদানব বলা হলে ভুল হবে না। কিন্তু সতীর্থদের ক্যাচ মিসের মহড়ায় উইকেট পাওয়া হয় না তার। তবে আজ বুধবার (২৩ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে উইকেটের ক্ষুধায় আগ্রাসী হয়ে উঠেন তিনি।

ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট প্রাপ্তি তার। তাতেই লন্ডভন্ড হয়ে পরে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। এখন দরকার অল্প রানের মধ্যেই তাদের আটকে দেওয়া। 

গত ২০ বছর ধরে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের খোঁজে ছিলো বাংলাদেশ। সেই আক্ষেপ পূরণ হয় এবারের সফরে। সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এবার তাদের মাটিতে আরেকটি ইতিহাস ডাকছে সাকিব-তামিমদের। এবার শেষ ওয়ানডে জিততে পারলেই প্রথমবার তাঁদের মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়বে লাল-সবুজের দল।

আইসিসির সুপার লিগের অংশ হিসেবে আয়োজিত হয়েছে সিরিজটি। একটি করে জয় নিয়ে দুদলই পেয়েছে সমান ১০ পয়েন্ট। এই মুহূর্তে সুপার লিগের পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে বাংলাদেশ। আজ প্রোটিয়াদের হারালে ১০ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান আরো পোক্ত করতে পারবে বাংলাদেশ।

হাসিব মোহাম্মদ

 

এ সম্পর্কিত আরও পড়ুন তাসকিনের | পাঁচ | উইকেট