আর্কাইভ থেকে বাংলাদেশ

থেমে আছে মহাখালী বাসস্ট্যান্ড

থেমে আছে মহাখালী বাসস্ট্যান্ড
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন চলছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রথম দিনে বিভিন্ন স্থানে ভাঙচুর-সংঘর্ষ-যানবাহনে আগুন দেয়ার খবরে অনেকটাই যাত্রীশূন্য রাজধানীর বাস টার্মিনালগুলো। বুধবার (১ নভেম্বর) সকালেও রাজধানীর অন্যতম বাস টার্মিনাল মহাখালীতে একইচিত্র দেখা গেছে। সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মহাখালী বাস টার্মিনালে সরেজমিন দেখা যায়, যাত্রী সংকটে যেন থেমে আছে রাজধানীর অন্যতম বৃহৎ এই বাস টার্মিনালটি। হাতেগোনা যে কয়জন যাত্রী আসছেন, জরুরি কাজ থাকায় ঝুঁকি নিয়ে তারা যাত্রা করতে বাধ্য হচ্ছেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মালিকপক্ষের ইচ্ছে থাকলেও পর্যাপ্ত যাত্রী না থাকায় বাস ছাড়তে পারছেন না তারা। খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার ভোর চারটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত মহাখালী বাসস্ট্যান্ড থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের কোনো বাস ছাড়েনি। এমনকি অবরোধের প্রথম দিন সারাদিনে একটি বাসও ঢাকা ছাড়েনি পরিবহনটির। মহাখালী থেকে অন্যান্য জেলায় কোনো বাস না চললেও দেড় থেকে দুই ঘণ্টা পর চলছে এনা পরিবহনের বাস। অর্ধেক আসনে যাত্রী নিয়েই বাস ছাড়ছে কোম্পানিটি। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গন্তব্যে যেতে কেউ কেউ এক বা দুই ঘণ্টা পর্যন্ত বসে আছেন বাস ছাড়ার আশ্বাসে।

এ সম্পর্কিত আরও পড়ুন থেমে | আছে | মহাখালী | বাসস্ট্যান্ড