আইন-বিচার

দেশেই আছেন সাবেক প্রধান বিচারপতি

দেশেই আছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বর্তমান সরকার তার পাসপোর্ট বাতিল করায় তিনি দেশ ছাড়েননি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে সাবেক এ প্রধান বিচারপতি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে দেশেই অবস্থান করছেনতার লাল পাসপোর্ট সরকার বাতিল করেছে। তাই  দেশ ছাড়ার প্রশ্ন আসে না।

এর আগে আজ সন্ধ্যায় বেশ কয়েকটি গণমাধ্যমে সাবেক প্রধান বিচারপতির দেশ ছাড়ার ব্যাপারে খবর প্রকাশিত করে

ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ১০ আগস্ট প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ওইদিন দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

ওবায়দুল হাসান তার পদত্যাগপত্রে লিখেছেন, সুপ্রিম কোর্ট বিল্ডিং এবং এর রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিদের শারীরিক হেনস্তা থেকে রক্ষা করা এবং জেলা জজকোর্টগুলো ও রেকর্ড রুমগুলো রক্ষার স্বার্থে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ওবায়দুল হাসান