৩১ অক্টোবর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে জিয়ো ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনী অনুষ্ঠান। সেদিন সেখানে যেন বসেছিল চাঁদের হাট। শাহরুখ খান থেকে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট— আম্বানীদের এই পার্টিতে হাজির ছিলেন বলিপাড়ার প্রথম সারির প্রায় সব অভিনেতা-অভিনেত্রীই। ওই দিন বলি-অভিনেত্রীদের সাজপোশাক বেশ নজর কেড়েছে অনুরাগীদের। কারও পরনে শাড়ি, কারও পরনে কর্ড সেট, কেউ পরেছেন গাউন, কেউ আবার স্কার্ট-টপ। প্রিয়ঙ্কা চোপড়া থেকে সারা আলি খান, কারিনা কপূর থেকে জাহ্নবী কাপূর— মোহময়ী সাজে ক্যামেরাবন্দি হয়েছেন সকলেই।
আম্বানীদের পার্টিতে নজর কেড়েছে দীপিকার সাজ। লুই ভিতোঁর ধূসর রঙের অফ শোল্ডার ড্রেস পরেছিলেন নায়িকা। সঙ্গে কালো বুট। গলায় সরু নেকপিস, কানে হিরের দুল, আঙুলে হিরের আংটি। মেসি বান, স্মোকি আই লুক— নায়িকার সাজ ছিল নজরকাড়া।
অনুষ্ঠানে কারিনা হাজির ছিলেন একেবারে জমকালো সাজে। সোনালি-রুপোলি চুমকির কারুকাজ করা কো-অর্ড সেট পরেছিলেন অভিনেত্রী।
খোলা চুল, হালকা মেকআপেই সেরেছিলেন সাজ। নায়িকার সাজগোজ বেশ মনে ধরেছে অনুরাগীদের।
আলিয়ার পরনে ছিল কালো অফ শোল্ডার গাউন। এলোমেলো চুল, ন্যুড মেকআপেই ‘উষ্ণ’ রূপে ক্যামেররাবন্দি হয়েছেন আলিয়া।
কখনওই খুব বেশি সাজগোজ পছন্দ করেন না তিনি। হালকা সাজেই বহু পুরুষের হৃদয়ে দোলাচল তৈরি করেছেন নায়িকা।
আম্বানীদের অনুষ্ঠানে নজর কেড়েছেন অভিনেত্রী সারা আলি খানও। জমকালো সাজে ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা।
সারার পরনে সোনালি স্কার্ট আর ডিপনেক টপ। টপ বান, গ্লোয়িং মেকআপে অনুরাগীদের মন জয় করেছেন সারা।
অভিনেত্রী জাহ্নবীর সাজও ছিল নজরকাড়া। জমকালো রুপোলি স্কার্ট আর স্কোয়ার নেকের টপ পরেছিলেন তিনি। সঙ্গে মেরুন রঙের ভেলভেটের লম্বা স্রাগ। উঁচু করে পনিটেল, লাল লিপস্টিক, হিরের গয়নার সাজে নায়িকা যেন হয়ে উঠেছিলেন অপরূপা।