আর্কাইভ থেকে বাংলাদেশ

চীনের বিধ্বস্ত বিমান থেকে আরোহীদের দেহাবশেষ মিলছে

চীনের বিধ্বস্ত বিমান থেকে আরোহীদের দেহাবশেষ মিলছে

বিধ্বস্ত হওয়ার চীনে চায়না ইস্টার্ন জেটের দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দলগুলো যাত্রীদের দেহাবশেষ খুঁজে পেয়েছে। জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

সিজিটিএন এর বরাতে বিবিসি জানায়, কর্তৃপক্ষ এখনও নিহতের সংখ্যা ঘোষণা করতে পারেনি। তবে বিমানে থাকা ১৩২ জনের কেউ বেঁচে আছে এমন কোনো চিহ্ন এখনও পাওয়া যায়নি।

তবে গেলো সোমবার বিমানটি হঠাৎ করে দক্ষিণ চীনে কেন উলম্ব হয়ে প্রবেশ করেছিলো তারো কোনো সঠিক কারণ খুঁজে পায়নি তদন্ত কর্মকর্তারা।

তবে অক্ষত ককপিট ভয়েস রেকর্ডার পুনরুদ্ধারের মাধ্যমে এ দুর্ঘটনার সূত্র পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

কর্মকর্তারা জানায়, ব্ল্যাক বক্সটি বাইরের দিকে কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে তবে এর অভ্যন্তরীণ রেকর্ডগুলো ভাল আছে। এর তথ্য বিশ্লেষণের জন্য এটি বেইজিং-এ পাঠানো হয়েছে বলা জানান তারা।

অনুসন্ধান দলগুলো গেলো বুধবার কঠিন পরিস্থিতিতে উদ্ধার অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ ব্ল্যাক বক্সগুলোর মধ্যে প্রথমটি খুঁজে পেয়েছে।

গতকাল ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কায় বিধ্বস্ত হওয়া বিমানের ঘটনাস্থলে উদ্ধার অভিযান স্থগিত করেছিলো কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও পড়ুন চীনের | বিধ্বস্ত | বিমান | আরোহীদের | দেহাবশেষ | মিলছে