আর্কাইভ থেকে বাংলাদেশ

টিপু হত্যা : বেশ কিছু আলামত ও তথ্য পেয়েছে র‌্যাব

টিপু হত্যা : বেশ কিছু আলামত ও তথ্য পেয়েছে র‌্যাব

রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার ঘটনায় বেশ কিছু আলামত ও তথ্য পেয়েছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৫ মার্চ) র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাবের  লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংইয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সে সময় তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় বেশকিছু ফুটপ্রিন্ট, আলামত ও সিসিটিভি ফুটেজ পেয়েছি। এছাড়া বেশকিছু মোটিভ র‌্যাবের কাছে এসেছে। এই মোটিভগুলো পর‌্যালোচনা করছি। যে গুলি করেছেন তাকেও সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করছি। এ কাজে আমরা বেশকিছু দূর এগিয়ে গেছি। র‌্যাব ছাড়াও পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

উল্লেখ্য, বৃহষ্পতিবার (২৪ মার্চ) রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা এলাকায় বাসায় ফেরার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। সিগনালে থাকা অবস্থায় হঠাৎই গাড়ির কাছে গিয়ে একাধিক গুলি ছোড়ে হেলমেট পরিহিত এক ব্যক্তি। এসময় সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাহিদুলকে বহন করা মাইক্রোবাসের চালকও।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন টিপু | হত্যা | | বেশ | কিছু | আলামত | ও | তথ্য | পেয়েছে | র‌্যাব