আর্কাইভ থেকে আইন-বিচার

আমীর খসরু ৬ দিনের রিমান্ডে

আমীর খসরু ৬ দিনের রিমান্ডে
বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতায় পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পুলিশ পরিদর্শক তরিকুল। শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পুলিশ পরিদর্শক তরিকুল। অপরদিকে তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও শেখ শাকিল আহম্মেদ রিপন জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী জামিন আবেদন নামঞ্জুর করে ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন আমীর | খসরু | ৬ | দিনের | রিমান্ডে