আর্কাইভ থেকে জাতীয়

দেশের আইনেই বাইডেনের ভুয়া উপদেষ্টার বিচার: পররাষ্ট্রমন্ত্রী

দেশের আইনেই বাইডেনের ভুয়া উপদেষ্টার বিচার: পররাষ্ট্রমন্ত্রী
দেশের প্রচলিত আইন অনুযায়ি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা মিয়া আরেফির বিচার হবে।আমেরিকাও হয়তো তাদের আইন অনুযায়ি বিচার করবে। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার(৪ নভেম্বর) সকালে সিলেটের আম্বরখানায় ইউনিমার্ট শপিংমলের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে ওই লোক তাদের কেউ না। আমেরিকা তাদের আইনে হয়তো তার বিচার করবে। আমাদের দেশের আইনেও তার বিচার হবে। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা মহাসমাবেশ শুরুর আগেই  পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন প্রায় অর্ধশত।দিনভর সংঘর্ষের পর সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডাকে। ওই সংবাদ সম্মেলনে মিয়া আরেফি নিজেকে পরিচয় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে। শুধু তাই নয়,গণমাধ্যম কর্মীদের সাথে কথাও বলেন ওই ভুয়া উপদেষ্টা। বলেন. মার্কিন প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার সম্পূর্ণ পক্ষে। মার্কিন সরকারের সব গুরুত্বপূর্ণ ব্যক্তি বিরোধীদের আন্দোলনকে সমর্থন করে। সন্ধ্যায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই ব্যক্তির সংবাদ সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে হৈ চৈ সৃষ্টি হয়। বিএনপির সমাবেশ ও সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল ওই এলাকা পরিদর্শন করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। অবশ্য সেই দিন রাতেই এ তথ্য অস্বীকার করে ঢাকায় মার্কিন দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানায়, মার্কিন সরকারের কোনো কর্মকর্তাই বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। বিএনপির পক্ষ থেকেও পরে বলা হয় ওই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা নয়। গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলার পরের  দিনই আমেরিকায় পাড়ি জমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে সেখান থেকে তাকে আটক  করেন আইন শৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে তার ঢাকা সফর এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতার বিষয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি তাকে গ্রেফ্তারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ জানায়,ওই ব্যক্তির পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশের | আইনেই | বাইডেনের | ভুয়া | উপদেষ্টার | বিচার | পররাষ্ট্রমন্ত্রী