আর্কাইভ থেকে বাংলাদেশ

মধুখালীতে মুজিব উৎসব ও জয়ন্তী মেলা আয়োজন

মধুখালীতে মুজিব উৎসব ও জয়ন্তী মেলা আয়োজন

ফরিদপুরের মধুখালীতে ঐতিহ্যবাহী দেউল মাঠ প্রাঙ্গনে মুজিব উৎসব ও জয়ন্তী মেলা আয়োজন করা হয়েছে। প্রায় ৪০০ বছর পূর্বে রাজা প্রতাপাদিত্যকে যুদ্ধে পরাজিত করে সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ এই বিজয় স্মৃতিস্তম্ভ তৈরি করছেন বলে এমন কথা প্রচলিত রয়েছে।

এই মঠ ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য ধারণ করে। তাই এই মঠের পরিচিতি দেশ-বিদেশে ছড়িয়ে দিতে ও বঙ্গবন্ধুর জীবনী স্মৃতিচারণ করতেই বিজয়ের মাসে এই মেলার আয়োজন করা হয়।

পাঁচ দিনব্যাপী দেউল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিশেষ অথিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু সহ অনেকে।উদ্বোধনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজনা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া। 

দেউল মেলায় এক শত এর অধিক নানান রংএর দোকানপাট বসেছে। গ্রামীণ ঐতিহ্যের এ মেলায় পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনা,বেলুন, তৈজসপত্র, চুরি- ফিতা, দা, বটি, থেকে শুরু করে নামি দামি সব ফার্নিচার। 

নাগরদোলা, চরকা, নৌকা, যাদু প্রদর্শনী, সহ আনন্দ উপভোগ করার জন্য রযেছে অনেক কিছু। এছারা চটপটি, ফুচকা, হালিম,আচার, চিংড়ি ভাজি, জিলেপি,শরবত, মিষ্টি পান সহ নানা মুখরোচক খাবার।  দর্শনার্থীদের ভিড়  ছিলো চোখে পড়ার মতো।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন মধুখালীতে | মুজিব | উৎসব | ও | জয়ন্তী | মেলা | আয়োজন