আর্কাইভ থেকে বাংলাদেশ

সাবেক দস্যু বাহিনীর প্রধানের বিরুদ্ধে আতংক সৃষ্টির অভিযোগ

সাবেক দস্যু বাহিনীর প্রধানের বিরুদ্ধে আতংক সৃষ্টির অভিযোগ

সুন্দরবনের এক সাবেক দস্যু বাহিনী প্রধান জেলেদের উপর জুলুম ও হয়রানীসহ নানা ভাবে হুমকি-ধামকি দিয়ে দুর্গম বনাঞ্চলে নতুন করে আতংকের সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার ২৯ মার্চ বেলা সাড়ে ১১ টার দিকে মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেলেরা এ অভিযোগ করেন।

সুন্দরবনের জেলে মোঃ শাাহজাহান লিখিত অভিযোগে বলেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ল লইট্যাখালী এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনিসহ এক দল জেলে।

কিন্তু গত ২২ মার্চ সকালে সাবেক দস্যু মাস্টার বাহিনীর প্রধান আব্দুল কাদের মাস্টার ও আইনশৃংখলা বাহিনীর সোর্স পরিচয়ে জনৈক বেলায়েত ও দেবুসহ ১০/১২ জন লোক জেলেদের নৌকা-জাল নিয়ে সেখান থেকে চলে যাওয়ার হমকি দেয়। এরপর হুমকিদাতারা ওই জেলেদের জালের সামনে জাল পেতে মাছ ধরে সেই জায়গা দখলে নিয়ে নেয়। এতে ওই নিরীহ জেলেদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং জেলেরা ভয়ে জাল ফেলে লোকালয়ে চলে আসেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করে বলেন, ৩/৪ বছর আগেও সুন্দরবনের জেলেদের হত্যা, নির্যাতন ও অপহরণসহ চাঁদাবাজী করছিলো দস্যুরা। কিন্তু আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ও প্রধানমন্ত্রীর ঘোষণায় দস্যু মুক্ত সুন্দরবনে বেশ ভালই ছিলেন সাধারণ জেলেরা।

কিন্তু আত্মসমর্পনকারী সাবেক দস্যু বাহিনীর সদস্যরা সরকারীভাবে নানা সুযোগ সুবিধা গ্রহণ করলেও সাবেক দস্যু মাস্টার বাহিনীর প্রধান ও তার সহযোগীদের অপতৎপরতার কাছে ফের অসহায় হয়ে পড়েছেন নিরীহ জেলে ও পেশাজীবিরা। এ সংবাদ সম্মেলনে সুন্দরবন থেকে ফিরে আসা অনেক জেলে উপস্থিত ছিলেন।

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন সাবেক | দস্যু | বাহিনীর | প্রধানের | বিরুদ্ধে | আতংক | সৃষ্টির | অভিযোগ