আর্কাইভ থেকে বাংলাদেশ

মানের উল্লাসের দিনে সালাহ’র কান্না; জয়ে বিশ্বআসরে পর্তুগাল

মানের উল্লাসের দিনে সালাহ’র কান্না; জয়ে বিশ্বআসরে পর্তুগাল

বিশ্বকাপ বাছাইয়ে মোহাম্মদ সালাহর মিসর পরাস্ত হয়েছে মানের সেনেগালের কাছে।  সালাহর হৃদয় ভাঙার দিনে মানের বিজয়ের উল্লাস। কথাগুলো পড়তে বা শুনতে কেমন যেনো অদ্ভুত আর বেমানান লাগে। কিন্তু এটাই সত্য! 

কাতার বিশ্বকাপে সেনেগালের রাজধানী ডাকারে মঙ্গলবার (২৯ মার্চ) রাতে সাদিও মানের দলের মুখোমুখি হয় মিসর। বিশ্বকাপ বাছাইপর্ব প্লে অফ ফিরতি লেগে মিসরকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ১-১ ব্যবধানে সমতা আনে সেনেগাল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এ পরীক্ষায় ফেল হলেন মোহাম্মদ সালাহ। ৩-১ গোলে হেরে যায় তার দল। কাতার বিশ্বকাপের টিকিট পায় সেনেগাল।

এদিকে আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে, এবার আর রূপকথা লেখা হয়নি নর্থ মেসিডোনিয়ার। তাদের ২-০ গোল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। অপর ম্যাচে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে রবার্ট লেভানডোভস্কির পোল্যান্ড।

আগের ম্যাচে ইতালিকে হারিয়ে অঘটনের জন্ম দেয় নর্থ মেসিডোনিয়া। এবার তার পুনরাবৃত্তি হতে দেয়নি পর্তুগীজরা। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পরপর দুই আক্রমণ। কিন্তু রোনালদো-ফার্নান্দেসদের প্রচেষ্টা হাতছাড়া হয় অল্পের জন্য। ৩২ মিনিটে ফার্নান্দেসের দারুণ ফিনিশিংয়ে ডেডলক ভাঙে পর্তুগাল। বিরতির পর এই মিডফিল্ডারের গোলেই ব্যবধান ২-০ করে ফেলে দলটি। ম্যাচের বাকি সময়ে খুব একটা লড়াই করতে পারেনি মেসিডোনিয়া। ২-০ ব্যবধানের হারে থামে দলটির স্বপ্নযাত্রা। বিপরীতে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার উচ্ছ্বাস পর্তুগালের।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন মানের | উল্লাসের | দিনে | সালাহর | কান্না | জয়ে | বিশ্বআসরে | পর্তুগাল