প্রথম দিনের নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে আধাঘণ্টা এগিয়ে আনা হয়েছিলো দ্বিতীয় দিনের খেল। কিন্তু কানপুরের গ্রিন পার্কে সকাল থেকেই কানপুরের আকাশে বৃষ্টি। পুরো মাঠই ঢেকে রাখা হয়েছে কাভারে। খেলা শুরু হওয়ার সময় কিংবা মাঠ পর্যবেক্ষণের অবস্থাও এখন নেই সেখানে।
ক্রিকইনফো সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে নিরাশ হয়ে মাঠ থেকে ফের হোটেলে চলে গিয়েছে ভারতীয় দল। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর মিললেও এখন কিছুটা ভারী বৃষ্টিই হচ্ছে।
শুক্রবার প্রথম দিন দ্বিতীয় সেশনে ৩৫তম ওভারের ৩ উইকেটে ১০৭ রান ছিল বাংলাদেশের। এরপর আলোর স্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু বৃষ্টি না থামায় এবং চারপাশ বেশ অন্ধকার হয়ে আসায় প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।