আর্কাইভ থেকে দেশজুড়ে

সরকার পরিবর্তনের পদ্ধতিই হলো নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পরিবর্তনের পদ্ধতিই হলো নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চান। শান্তিতে বসবাস করতে চান। দেশের মানুষ জানে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো পদ্ধতি নেই। যারা নির্বাচনে আসবে না, সেটা তাদের সিদ্ধান্ত। যথা সময়ে নির্বাচন হবে। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাসান খান কামাল। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনের আগে নাটোর সার্কিট হাউসে সময় সংবাদকে এ কথা বলেন তিনি। এদিন বিকেলে নাটোর শহরের কানাইখালী মাঠে জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। বিএনপি সংহিসতার বিষয়ে মন্ত্রী বলেন, তারা সব সময় সহিংসতায় লিপ্ত থাকায় জনগণ তাদের পরিত্যাগ করেছে। নির্বাচনের সময় তারা সহিংসতা করলে জনগণ তাদের বিচার করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে ধারাবাহিক নেতৃত্ব দিয়ে অনন্য মর্যাদায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের চেহারা পরিবর্তন করে দিয়েছেন। তাই আমাদের লক্ষ্য যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তা ২০৪১ নয়, ২০৩০ সালেই সম্ভব। তিনি আরও বলেন, একসময় দৈনিক ২ থেকে ৩ হাজার পাসপোর্ট তৈরি হত। এখন দিনে ২৫ হাজার পাসপোর্ট তৈরি হচ্ছে। আমরা এক সপ্তাহে যত পাসপোর্ট বিতরণ করি, পৃথিবীর অনেক দেশের জনসংখ্যাও তত নেই। আসাদুজ্জাসান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। ধারাবাহিক পথ পরিক্রমায় দেশ এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের পথে।   এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন সরকার | পরিবর্তনের | পদ্ধতিই | হলো | নির্বাচন | স্বরাষ্ট্রমন্ত্রী