আর্কাইভ থেকে দেশজুড়ে

বঙ্গবন্ধু টানেলের পতেঙ্গা প্রান্তের আগে বাস উল্টে নিহত ১

বঙ্গবন্ধু টানেলের পতেঙ্গা প্রান্তের আগে বাস উল্টে নিহত ১
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পতেঙ্গা প্রান্ত গোলচত্বরের পাশে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শুক্রবার) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত আবুল হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, কাটগড় থেকে টানেলের দিকে যেতে নেভাল হয়ে ঘুরে গোলচত্বরে যেতে হয়। এই গোলচত্বরের আগের বাঁকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে করে হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বঙ্গবন্ধু | টানেলের | পতেঙ্গা | প্রান্তের | আগে | বাস | উল্টে | নিহত | ১