আর্কাইভ থেকে জাতীয়

নরসিংদীতে এসেছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সার কারখানা

নরসিংদীতে এসেছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সার কারখানা
দীর্ঘ ১৯ বছর পর আজ নরসিংদী এসেছেন প্রধানমন্ত্রী। সেখানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পসহ প্রায় ১৬ হাজার কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। আজ রোববার (১২ নভেম্বর) বেলা সোয়া ১২ টার দিকে তিনি নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কারখানায় আসেন। এরপর তিনি কারখানা ঘুরে ঘুরে সার উৎপাদন প্রক্রিয়া দেখেন। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা। ১১০ একর জমির ওপর নির্মিত প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকার ৪ হাজার ৫৮০ কোটি ২১ লাখ টাকা আর জাপান ও চীনের ঠিকাদারদের যৌথ কনসোর্টিয়াম ব্যাংক অব টোকিও-মিৎসুবিশি ইউএফজে লিমিটেড ও দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড ১০ হাজার ৯২০ কোটি টাকার ঋণ দেয়। প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, পলাশে এশিয়ার বৃহত্তম গ্রীন ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে তার। সভা শেষে বেলা আড়াইটায় নরসিংদী সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজে অংশ নেয়ার কথা রয়েছে। মধ্যাহ্নভোজ শেষে বিকালে মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। সেখানেই ৪৭ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ১২৬ টাকা ব্যায়ে নির্মিত বাকি ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন সরকারপ্রধান। এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা নরসিংদী। এসএসএফ, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য নরসিংদীতে অবস্থান করছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি চাঙা থাকে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলতে চায় বাংলাদেশ। সুধী সমাবেশে অংশ নেয়ার আগে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেন সরকারপ্রধান।

এ সম্পর্কিত আরও পড়ুন নরসিংদীতে | এসেছেন | প্রধানমন্ত্রী | উদ্বোধন | করবেন | সার | কারখানা