আর্কাইভ থেকে আইন-বিচার

বাস থেকে নারীকে ছুড়ে ফেলার মামলায় চালক-হেলপার রিমান্ডে

বাস থেকে নারীকে ছুড়ে ফেলার মামলায় চালক-হেলপার রিমান্ডে

কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের বাসের চালক ও হেলপারের দুই দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। 

আজ বুধবার (১০ মার্চ) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাইরুজ তাসনীম রিমোন্ডের আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- বাসচালক মো. সবুজ (২৫) ও হেলপার নাহিদ (১৯)।

পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
 
মঙ্গলবার (৯ মার্চ) দক্ষিণ কেরানীগঞ্জ কুচিয়ামারা সেতু এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়।

উল্লেখ্য,গত রোববার (৮মার্চ) ভাড়া দিতে না পারায় বাস থেকে ধাক্কা দিয়ে বাক্‌প্রতিবন্ধী এক নারী যাত্রীকে রাস্তায় ফেলে দেওয়া হয়। কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, ওইদিন সকাল পৌনে নয়টার দিকে এন মল্লিক (ঢাকা মেট্রো ব-১৩-১৫২১) নামের একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা ওই নারীকে। এন মল্লিক বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন বাস | নারীকে | ছুড়ে | ফেলার | মামলায় | চালকহেলপার | রিমান্ডে