আর্কাইভ থেকে বাংলাদেশ

যখন যেটা করা দরকার, বিএনপির কর্মসূচিতে তা নেই : কাদের

যখন যেটা করা দরকার, বিএনপির কর্মসূচিতে তা নেই : কাদের

বিএনপি সবকিছু বেলা শেষ হয়ে গেলে করে। যখন যেটা করা দরকার, তাদের কর্মসূচি তার ধারে কাছেও নেই। অতিপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে শুরু করেছে। তাই বিএনপির আন্দোলনের প্রয়োজন নেই। দ্রব্যমূল্যের দাম কমে আসছে, কমে যাবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার (২ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ জানতে চায় বিএনপি কথায় কথায় যে আন্দোলন ও গণঅভ্যুত্থানের দিবা স্বপ্ন দেখে তাতে তাদের নেতৃত্ব দেবে কে? বিএনপি যাকে নেতা বলছে, সে তো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে।

তিনি বলেন, ‌জনগণ বুঝে গেছে বিএনপির গণঅভ্যুত্থানের ডাক দুরভিসন্ধিমূলক ফাঁকা আওয়াজ, যা মিথ্যাবাদী রাখাল বালকের শিশুতোষ গল্পের কাহিনী ছাড়া আর কিছু নয়। তারা একেক সময় একেক কথা বলে। দেশে কি গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি বিরাজমান আছে?

ওবায়দুল কাদের বলেন, সর্বশেষ তাদের মাথায় জাতীয় সরকারের ভূত ঢুকেছে। বিএনপি কী চায়, তা নিজেরাই জানে না। তাদের বলব এদিক, ওদিক না ঘুরে বরং নির্বাচনের প্রস্তুতি নিন। ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি। 

এ সম্পর্কিত আরও পড়ুন যেটা | করা | দরকার | বিএনপির | কর্মসূচিতে | তা | নেই | | কাদের