আর্কাইভ থেকে বাংলাদেশ

ইতিহাসে প্রথম টাইমস স্কয়ারে সালাতুত তারাবীহ'র আয়োজন

ইতিহাসে প্রথম টাইমস স্কয়ারে সালাতুত তারাবীহ'র আয়োজন

ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে ইফতার ও সালাতুত তারাবীহ অনুষ্ঠিত হয়েছে। হাজারো মার্কিন মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন।

গেলো শনিবার (২ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজানের প্রথম রোজা পালিত হয়। সৌদি আরবকে অনুসরণ করেই যুক্তরাষ্ট্রের ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছেন এ পবিত্র মাসটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রবাসী টিভি ‘আমেরিকার পথেপ্রান্তরে’ শীর্ষক পেজ থেকে পাওয়া এক লাইভ ভিডিও থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়।

ভিডিওতে দেখা যায়, নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে হাজারো মুসলিমদের ভীর। তাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। তারা সকলে একসঙ্গে জামাতে সালাত আদায় করেন।

ইফতার শেষে দোয়া পাঠ করেন শিশুসহ অনেক মর্কিন মুসল্লিরা। এরপর সবাই জামাতে সালাতুত তারাবীহ পরেন।

জানা যায়, এবারই প্রথম নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে এমন আয়োজন করা হয়েছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ইতিহাসে | প্রথম | টাইমস | স্কয়ারে | সালাতুত | তারাবীহর | আয়োজন