খেলাধুলা

এশিয়াতে প্রথমবারের মতো বৃষ্টির কারণে টেস্ট ম্যাচ পরিত্যক্ত!

স্পোর্টস ডেস্ক

বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-আফগানিস্তান দলের একমাত্র টেস্ট ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। নিরপেক্ষ ভেন্যু ভারতের গ্রেটার নইডাতে টানা ৫ দিনের বৃষ্টিতে টস অনুষ্ঠিত হওয়া ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত হলো।

এশিয়া মহাদেশে এর আগে কখনো বৃষ্টির কারণে টেস্ট ম্যাচ পরিত্যক্ত হয়নি। এশিয়াতে ৯১ বছরের টেস্ট ইতিহাস রয়েছে। যেখানে এই প্রথমবার বৃষ্টির কারণে টেস্ট ম্যাচ মাঠে না গড়িয়ে শেষ হলো।

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাস ১৪৭ বছরের। এতগুলো বছরে কেবল ৭ টি টেস্ট ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আজকের ম্যাচটি পরিত্যক্ত হওয়ার ফলে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো ৮ নম্বরে।

এশিয়াতে ১৯৩৩ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত মোট ৭৩০ টি ম্যাচ হয়েছে। প্রতিটি ম্যাচই শেষ পর্যন্ত কোনো না কোনো ফল নিয়ে এসেছে। কিন্তু বৃষ্টির কারণে এশিয়াতে কখনো পুরো ম্যাচ পরিত্যক্ত হয়নি। কেবলমাত্র একবার ঘন কুয়াশার কারণে ১৯৯৮ সালে পাকিস্তান-জিম্বাবুয়ে দলের মধ্যকার ফয়সালাবাদ টেস্ট পরিত্যক্ত হয়।

আফগানিস্তানের নিরপেক্ষ ভেন্যু হিসেবে কাজ করছে ভারতের গ্রেটার নইডা। এর আগে আফগানিস্তান দল ৫ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে এই মাঠে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন এশিয়াতে | প্রথমবারের | মতো | বৃষ্টির | কারণে | টেস্ট | ম্যাচ | পরিত্যক্ত |