রাজধানীতে ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাকে করে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে তেল, ডাল, আলু ও পেঁয়াজ। কম দামে এসব পণ্য কিনতে তাই ট্রাকের সামনে ভিড় করছেন সাধারণ মানুষ।
পারিবারিক কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও চার ধরনের পণ্য কিনতে পারছেন। এই কার্যক্রম উদ্ধোধন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
ঢাকা মহানগীর ২৫ থেকে ৩০টি স্থানে এই ট্রাকসেল কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা দুই কেজি করে মসুরের ডাল, আলু ও পেঁয়াজসহ ২ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকা, আলু ৩০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় এবং প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
প্রতিটি ট্রাকে ৩০০ জনের মতো পণ্য রয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে ত্রিশটি ট্রাকে প্রায় ৯ হাজার ক্রেতা এসব পণ্য সাশ্রয়ী মূল্যে কিনছেন। পর্যায়ক্রমে ট্রাকের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়ে টিসিবি কর্তৃপক্ষ।
টিসিবির এই ‘ট্রাক সেল’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ফ্যামিলি কার্ড জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সংযুক্ত করে দেয়া হয়েছে। কিন্তু ঢাকায় অনেকে থাকেন, পরিচয়পত্রে গ্রামের বাড়ির ঠিকানা ব্যবহার করার কারণে তারা কার্ড পাননি। তাদের কথা চিন্তা করে এই উন্মুক্ত ট্রাকে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।