সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন এই বায়ার্ন মিউনিখ তারকা। সে সময় তিনি ছিলেন তাঁর ক্লাবের ট্রেনিং গ্রাউন্ড সাবেনের স্ট্রাসেতে। গায়েও ছিল বায়ার্নের অনুশীলন জার্সি। উচ্ছ্বসিত মুলার এরপর তাঁর সামনে রাখা একটি বক্স থেকে ভারতের জার্সি বের করেন, যার পেছনে লেখা ‘মুলার ২৫’। কোহলির উদ্দেশে ভিডিও বার্তায় বলেন, ‘কোহলি এটা দেখো। শার্টটি উপহার দেওয়ায় ভারতীয় দলকে ধন্যবাদ এবং বিশ্বকাপের জন্য শুভকামনা। এটা আমার জন্য আনন্দের। আমি আমার বাগানে ক্রিকেট খেলার চেষ্টা করব।’Look at this, @imVkohli 😃🏏
— Thomas Müller (@esmuellert_) November 13, 2023
Thank you for the shirt, #TeamIndia! 👍
Good luck at the @cricketworldcup #esmuellert #Cricket pic.twitter.com/liBA4nrVmT