আর্কাইভ থেকে বাংলাদেশ

টিসিবির ট্রাকের পেছনে ছুটছে মানুষ : রিজভী

টিসিবির ট্রাকের পেছনে ছুটছে মানুষ : রিজভী

দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ টিসিবির ট্রাকের পেছনে ছুটছে। মানুষ খেয়ে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। দেশ-বিদেশের বিভিন্ন পরিসংখ্যান বলে, বাংলাদেশে বর্তমানে ৪২ শতাংশের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে। বলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ  রোববার (৩ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাজারে কৃষির সবকিছুর দাম বেড়েছে। মূলত, বাজার সিন্ডিকেট, মাফিয়াবৃত্তি, মধ্যস্বত্বভোগীদের দাপটে বাংলাদেশের কৃষি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কারণ, এরা প্রত্যেকেই ক্ষমতাসীনদলের সঙ্গে জড়িত। সরকারের হরিলুট হওয়া অর্থভাণ্ডার পূর্ণ করতেই কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে।

রিজভী বলেন, দেশে বেকারের সংখ্যা বাড়ার পাশাপাশি খাদ্যের অভাবে মানুষ হাহুতাশ করছে । 

তিনি বলেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিপরীতে ‘জোর যার মুল্লুক তার’ নীতির কারণে, রাষ্ট্র ও সমাজে, মানুষের মনে চরম অস্থিরতা বিরাজ করছে।


এসআই /

এ সম্পর্কিত আরও পড়ুন টিসিবির | ট্রাকের | পেছনে | ছুটছে | মানুষ | | রিজভী