আর্কাইভ থেকে বলিউড

তবে কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনায় রণবীর-আলিয়া!

তবে কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনায় রণবীর-আলিয়া!
গেলো সপ্তাহেই মেয়ে রাহার এক বছর পূর্ণ হয়েছে। এর মধ্যেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দিয়েছেন আলিয়া-রণবীর! জল্পনা উসকে দিলেন এবার খোদ কারিনা কাপুর। ‘কফি উইথ করণ’-এ গিয়েই চাঞ্চল্যকর মন্তব্যটি করেছেন কারিনা। আলিয়ার সঙ্গে তিনিও শোয়ের অতিথি হয়ে গিয়েছিলেন। সেখানেই রাহার প্রসঙ্গ ওঠে। আলিয়া জানান, মেয়েকে নিয়ে তার আর রণবীরের মধ্যে কাড়াকাড়ি চলে। কে বেশি সময় ধরে কাছে রাখবেন আদরের সন্তানকে, তা নিয়েই চলে প্রতিযোগীতা।
কারিনা-কাপূর,-আলিয়া
কারিনা-কাপূর,-আলিয়া
এমন সুযোগ কারিনা কাপুর ছাড়বার পাত্রী নন। হাজার হোক ‘ননদিনী রায়বাঘিনী’ তিনি। আচমকা বলে বসেন, “একটা কাজ করতে পারো, দ্বিতীয় সন্তানের প্ল্যানিং শুরু করে দিতে পারো। তাহলে তো দুজনের কাছে দুটো সন্তান থাকবে। কারিনার এই কথাতেই লজ্জা পেয়ে যান আলিয়া। মিষ্টি হাসিতে ভরে যায় তার মুখ। কে জানে হয়তো বলিউডের তারকা দম্পতির এই পরিকল্পনা করাই আছে। তবে এখনও রাহার মুখ প্রকাশ্যে আনেননি আলিয়া। এ বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, “আমার মনে হয় অভিভাবক হিসেবে আমাদের আরও একটু অভ্যস্ত হতে হবে। সেটা এখন হতে পারে, অদূর ভবিষ্যতে হতে পারে, যে কোনও সময় যখন আমরা নিজেদের ভালো বুঝব।”

এ সম্পর্কিত আরও পড়ুন দ্বিতীয় | সন্তানের | পরিকল্পনায় | রণবীরআলিয়া