আর্কাইভ থেকে বাংলাদেশ

রমজানেও দেশের মানুষ স্বস্তিতে নেই : ফখরুল

রমজানেও দেশের মানুষ স্বস্তিতে নেই : ফখরুল

সরকারের ব্যর্থতার কারণেই রমজানেও দেশের মানুষ শান্তি-স্বস্তিতে দিন কাটাতে পারছে না। আমাদের প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। এলপিজি গ্যাসের দামও টানা বাড়িয়ে চলেছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রো্ববার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে প্রথম রোজায় এতিম ও উলামা-মাশায়েখদের সন্মানে এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সরকার ব্যর্থ বাজার নিয়ন্ত্রণ করতে, তারা ব্যর্থ হয়েছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে। দুর্ভাগ্যজনকভাবে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে হত্যা করে আজকে দেশে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে তারা।

মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেন আজকে এখানে(ইফতার অনুষ্ঠান) অনেক মেহমান আসতে পারেননি, আলেম-উলামা, মাদরাসার ছেলে-মেয়েরা আসতে পারেননি। কারণটা কী? ট্রাফিক জ্যাম। এতো ভয়াবহ ট্রাফিক জ্যাম যে, কেউ এসে পৌঁছাতে পারেননি।

ফখরুল বলেন, প্রতিবছর আমরা ১৬ কোটি মানুষের প্রিয় মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ইফতার করেছি। দুর্ভাগ্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি আজকে অসুস্থ অবস্থায় গৃহবন্দি অবস্থায় রয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের কাছে থেকে ৮ হাজার মাইল দুরে নির্বাসিত অবস্থায় রয়েছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন রমজানেও | দেশের | মানুষ | স্বস্তিতে | নেই | | ফখরুল