আর্কাইভ থেকে বাংলাদেশ

পানিতে কোনো সমস্যা নেই: ওয়াসা

পানিতে কোনো সমস্যা নেই: ওয়াসা

রাজধানীতে ডায়রিয়া প্রকোপ বেড়েছে। এর কারণে ডায়রিয়া প্রকোপ এলাকায় পানি পরীক্ষা করা হলেও কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে সবাইকে পানি ফুটিয়ে পান করার কথা বললেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘নগরবাসীর চাহিদ-ঢাকা ওয়াসার সক্ষমতা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। 

গেলো কয়েক সপ্তাহ ধরে রাজধানীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। প্রায় প্রতিদিনই হাজারের বেশি রোগী ভর্তি হচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে। 

এমন পরিস্থিতিতে তীব্র গরমের পাশাপাশি ওয়াসার পানির মান নিয়ে প্রশ্ন তুলেছেন রাজধানীবাসী। 

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন পানিতে | কোনো | সমস্যা | নেই | ওয়াসা