আর্কাইভ থেকে বাংলাদেশ

বিবিয়ানার ৪টি গ্যাসক্ষেত্র চালু

বিবিয়ানার ৪টি গ্যাসক্ষেত্র চালু

সিলেটের হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ হওয়া ৬টি কূপের মধ্যে ৪টি চালু হয়েছে। তবে আরও ২টি কূপ সচল করতে কাজ করছেন প্রকৌশলীরা।

আজ বুধবার (৬ এপ্রিল) শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গেলো রোববার সকালে হঠাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। এজন্য জরুরি ভিত্তিতে ২টি প্রসেস ট্রেন ও ৬টি কূপের উত্তোলন বন্ধ করে দেয়া হয়। উত্তোলন বন্ধ হওয়ায় ওইদিন দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে।

শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান জানান, সোমবার (৪ এপ্রিল) ১টি, মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে ২টি এবং সন্ধ্যায় আরও ১টি কূপ চালু করা হয়েছে। এ নিয়ে বর্তমানে ৪টি কূপ সচল রয়েছে। সচল হওয়া কূপ থেকে গ্যাস উত্তোলন অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, অবশিষ্ট ২টি কূপের কার্যক্রম ফিরিয়ে আনার জন্য অভিজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে পাঁচ নম্বর কূপ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন বিবিয়ানার | ৪টি | গ্যাসক্ষেত্র | চালু