দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসন থেকে নৌকার প্রার্থী হতে আগ্রহী সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। ভোটে লড়াই করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন চান সাবেক এই সরকারি কর্মকর্তা।
সোমবার (২০ নভেম্বর) এই আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক পিএসসি চেয়ারম্যান।
অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক আলোচিত উপাচার্য আনোয়ার হোসেনও নির্বাচন করতে চান নৌকা প্রতীকে। সোমবার ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি।
নির্বাচন কমিশন (ইসি) থেকে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, সকালে আওয়ামী লীগের কার্যালয় থেকে পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের পক্ষ থেকে সুনামগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সিলেট বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথের দায়িত্বে থাকা আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য সামসুল কবির রাহাত এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিন বেলা পৌনে ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন।
তিনি নেত্রকোনা-৫ আসনের জন্য দলের মনোনয়ন চেয়েছেন। আসনটির বর্তমান সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন তার ভাই।
সিলেট বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথের দায়িত্বে থাকা আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য সামসুল কবির রাহাত জানান, বেলা পৌনে ১১টার দিকে তিনি নিজে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করবে আওয়ামী লীগ।