১৯ শতকে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের পরা একটি টুপি নিলামে বিক্রি হয়েছে। নিলামে ওঠা সর্বোচ্চ ১৯ লাখ ইউরো বা ২১ লাখ মার্কিন ডলারে টুপিটি বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ কোটি টাকা। এর আগে,২০২১ সালে নেপোলিয়নের একটি টুপি লন্ডনে নিলাম হয়েছিল। ওইসময় সেটির ডিএনএ পরীক্ষা করে বলা হয়েছিল, নেপোলিয়ন সেই টুপি পরতেন। এরও আগে ২০১৮ সালে নেপোলিয়ানের ওয়াটার লু যুদ্ধে ব্যবহৃত টুপি নিলামে তোলা হয়েছিলো।
সম্রাট নেপোলিয়ানের ২০০তম মৃত্যুবার্ষিকী স্মরণ উপলক্ষ্যে গত রোববার(১৯ নভেম্বর)প্যারিসের ওসেনাত নামক একটি অকশন হাউজ এ নিলামের আয়োজন করে। অকশন হাউজটির ধারণা ছিল বিভারের চামড়ার তৈরি কালো রংয়ের বাইকর্ন টুপিটি সাড়ে ছয় লাখ থেকে আট লাখ ৭৩ হাজার ডলারে বিক্রি হতে পারে। নেপোলিয়নের এই টুপির ক্রেতার নাম-পরিচয় গোপন রেখেছে নিলাম আয়োজনকারী হাউজটি।
এই টুপির মালিক ছিলেন একজন ব্যবসায়ী। তিনি গতবছরে মৃত্যুবরণ করেন।২০১৪ সালে নেপোলিয়নের একটি টুপি ১৮ লাখ ৮৪ হাজার ইউরোয় বিক্রি হয়। দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ী সেই টুপি কিনেছিলেন। ওই রেকর্ড এবার ভেঙে গেল।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়,সম্রাট নেপোলিয়ান ১৮০৭ সালে প্রুশিয়ান ও রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন। নিলামে যে টুপিটি তোলা হয় তা যুদ্ধের ক্যাম্পেইনে ব্যবহার করতেন তিনি। তৎকালীন রাশিয়ান জার প্রথম আলেকজান্ডারের সঙ্গে ‘তিলজাইট’ চুক্তিরও নিদর্শন এটি বলে ধরা হয়।
পরে, ১৮১৪ সালে স্কটিশ রাজনীতিবিদ স্যার মাইকেল শ স্ট্রুয়ার্ট টুপিটি কিনে নেন। এরপর বহু বছর ধরে এটি তার কয়েক প্রজন্মের কাছেই ছিলো।
ঐতিহাসিকদের মতে, নেপোপিলয়নের এ টুপিটি তার ব্র্যান্ডের অংশ হয়ে উঠেছিল। যুদ্ধক্ষেত্রে মাথায় একপাশ করে টুপিটি পরলে তাকে আলাদা করে চেনা যেত। নেপোলিয়ন তার জীবনে মোট ১২০টি বাইকর্ন স্টাইলের টুপি ব্যবহার করেছিলেন। তবে শেষ পর্যন্ত কেবল ২০টি টুপি টিকে রয়েছে। ওই টুপিগুলোর অনেকগুলো আবার ব্যক্তিগত সংগ্রহের অংশ।
প্যারিসের ওসেনাত নামে অকশন হাউজের নিলামকারী জ্যঁ পিয়ে ওসেনাত বিবিসিকে বলেন, 'সব জায়গায় মানুষ এ টুপি চিনতেন। যুদ্ধক্ষেত্রে টুপিটা দেখলে তারা বুঝতেন নেপোলিয়ন সেখানে উপস্থিত রয়েছেন।'
তিনি আরও জানান, ব্যক্তিগত সময়ে নেপোলিয়ন টুপিটি কখনো মাথায় বা হাতে রাখতেন, আবার কখনো কখনো মেঝেতে ফেলে রাখতেন।