আর্কাইভ থেকে বাংলাদেশ

পঞ্চগড়ে ২য় দফায় টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

পঞ্চগড়ে ২য় দফায় টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

পঞ্চগড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দ্বিতীয় দফায়  টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ৭ এপ্রিল) সকাল থেকে পঞ্চগড় চিনিকল মাঠে নিম্ন আয়ের মানুষের হাতে পণ্য তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো জহুরুল ইসলাম। 

এসময় পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন উপস্থিত ছিলেন। সকাল থেকেই নিম্ন আয়ের পরিবারের লোকজন চিনিকল মাঠে টিসিবির পণ্য নিতে দাঁড়িয়ে যায়। তবে লাইনে পন্য নিতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সুশৃঙ্খল ভাবে চলছে বিতরণ কার্যক্রম। প্রথম দফার মত পন্য বিতরণে  কোথাও বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়নি। 

পঞ্চগড়ে ৬৯ হাজার ৭৫ টি পরিবার ন্যায্যমূল্যে পাবে টিসিবি’র পণ্য। দ্বিতীয় দফায় সয়াবিন তেল, মসুর ডাল, চিনি সাথে ৫০ টাকা কেজি দরে ছোলা বিক্রি করা হচ্ছে। প্রতিটি প্যাকেজের মূল্য ৫৬০ টাকা নেওয়া হচ্ছে। টিসিবির ১৬ জন ডিলারের মাধ্যমে পাঁচটি উপজেলার ৪৩ টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। কবে কোথায় কখন টিসিবির পণ্য সরবরাহ করা হবে ইতিমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিতরণ সূচী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো জহুরুল ইসলাম।

 

এসআই/

 

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়ে | ২য় | দফায় | টিসিবির | পণ্য | বিক্রয় | শুরু