আর্কাইভ থেকে বাংলাদেশ

বেগুনের কেজি ৯০ টাকা, পেঁয়াজ ২৫

বেগুনের কেজি ৯০ টাকা, পেঁয়াজ ২৫

নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মাঝে আনতে সরকারের নানা চলমান পদক্ষেপের মধ্যেও রাজধানীর বাজারগুলোতে এখনো বেগুন বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। আর শসার কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তবে অন্যান্য সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে পেঁয়াজের দাম কমেছে।

আজ শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।

পটলের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি লাউ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা দরে। লালশাকের আঁটি ১০-১৫ টাকা, পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। কমেছে পেঁয়াজের দামও। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে।

এদিকে, কিছুদিন আগে ২০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সজনে ডাটার দাম কমে ৮০ টাকায় নেমেছে।

মাছবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে রুই ও ইলিশ মাছের দাম বেড়েছে। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। এক সপ্তাহে আগে রুই মাছের কেজি ছিল ২৬০-৪৫০ টাকার মধ্যে। কিছুদিন আগে ১০০০-১২০০ টাকা কেজি বিক্রি হওয়া এক কেজি ওজনের ইলিশ মাছ এখন বিক্রি হচ্ছে ১৩০০-১৬০০ টাকায়। অন্যান্য মাছের দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা আগের মতো ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭০-১৭৫ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০-৩১০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩১০-৩৪০ টাকা।

গরুর মাংস গেল সপ্তাহের মতো ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে গরুর মাংসের দামে পরিবর্তন আসেনি।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন বেগুনের | কেজি | ৯০ | টাকা | পেঁয়াজ | ২৫