আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনে রেল স্টেশনে রকেট হামলায় নিহত ৩৯

ইউক্রেনে রেল স্টেশনে রকেট হামলায় নিহত ৩৯

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক রেলস্টেশনে রকেট হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ১শ’জন।

ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে রেলস্টেশনটি ব্যবহার করা হচ্ছিল।

আজ শুক্রবার (৮ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে।

হামলায় স্টেশনের পাশে রাখা চারটি গাড়ি বিধ্বস্ত হয়েছে।

ইউক্রেন দাবি করেছে, স্থানীয় সময় ভোরে রাশিয়া রকেট হামলা চালায়। তবে এ দাবি অস্বীকার করেছে রাশিয়া।

শহরটির পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়া ক্রামাতোর্স রেল স্টেশনে আজ হামলা করেছে। তাদের ছোড়া রকেট অস্থায়ী বিশ্রামাগারে আঘাত করে। যেখানে কয়েকশ মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছিল।

বিবৃতিতে পুলিশ আরও জানায়, এটা আরেকটি প্রমাণ রাশিয়া মায়া দয়াহীনভাবে, বর্বরভাবে বেসামরিকদের লোকদের হত্যা করছে। তাদের একটিই লক্ষ্য হত্যা করা।

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেনে | রেল | স্টেশনে | রকেট | হামলায় | নিহত | ৩৯