আর্কাইভ থেকে বাংলাদেশ

পোর্ট এলিজাবেথ টেস্ট : শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা

পোর্ট এলিজাবেথ টেস্ট : শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা

প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৭৮ রান দক্ষিণ আফ্রিকার। সিরিজের দ্বিতীয় ও শেষ  টেস্টে টস জিতে আগে ব্যাট করে প্রথম দিন শেষে এই রান মোটেও বেমানান স্বাগতিকদের নামের পাশে। তাতে মোটামুটি স্বস্তি নিয়ে হোটেলে ফিরছে বাংলাদেশ, তা বলা যায়। 

কিন্তু দ্বিতীয় দিন কি  হবে?  হাতেতো আরো পাঁচ  উইকেট  বাকি তাদের। 

পেসার তাসকিন আহমেদের  জায়গায় ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। অনবদ্য বোলিংয়ে প্রয়োজনীয় মুহূর্তে ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি প্রথম দিন প্রোটিয়াদের যে ৫ উইকেট পেড়েছে, তার ৩টি নিয়েছেন তিনি। সেইদিক থেকে অবশ্যই তিনিই প্রথমদিনের সেরা বোলার। 

তাইজুল অবশ্য জানিয়েছিলেন,‘এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। কারণ দেখা যাচ্ছে একটু স্টাম্পের বাইরে বা উপরে হলে রান হয়ে যায়। আসলে মোমেন্টান আমাটা গুরুত্বপূর্ণ ছিল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আমার পরিকল্পনা ছিল রানরেট যদি একটু কমিয়ে আনতে পারি, তাহলে আমি পেস ভ্যারিয়েশনে যাব, এরকম একটা পরিকল্পমা ছিল। তারপরে আর কি চেষ্টা করছি লাঞ্চের আগে যতটা রান কম দেওয়া যায়। পরে এসে চেষ্টা করছি রান কমের মধ্যে যদি উইকেট পাওয়া যায়।’

চার বোলার দুই জন পেসার। একজন খালেদ আহমেদ। যিনি ধারাবাহিক বল করলেও দ্বিতীয় বোলার এবাদত হোসেন ছিলেন বেশ খরুচে।  

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন পোর্ট | এলিজাবেথ | টেস্ট | | শুরু | হয়েছে | দ্বিতীয় | দিনের | খেলা