বুধবার গাজায় চারদিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এ বিষয়ে পুতিন বলেন, স্বল্পমেয়াদে মানবিক যুদ্ধবিরতি নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ কাজ হলেও মস্কো এই অঞ্চলে একটি স্থায়ী শান্তি দেখতে চায়। এটি কেবলমাত্র জাতিসংঘের পূর্ববর্তী রেজুলেশনের ভিত্তিতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানেই সম্ভব। জাতিসংঘের নারী বিষয়ক নির্বাহী পরিচালক বুধবার জানিয়েছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় প্রতি দুই ঘণ্টায় দুই জন মা এবং ৭ জন নারীর মৃত্যু হচ্ছে। সিমা সামি বাহাউস জাতিসংঘে বলেন, ৭ অক্টোবরের আগে গেলো ১৫ বছরে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতদের ৬৭ শতাংশই ছিল পুরুষ। আর ১৪ শতাংশেরও কম ছিল নারী ও মেয়ে। তবে নতুন এই হামলায় আগের সব হিসেব উল্টে গেছে। তিনি বলেন, গেলো ১৫ বছরে গাজায় ইসরায়েলি হামলায় যত লোক নিহত হয়েছে, গত দেড় মাসে নিহত হয়েছে তার দ্বিগুণ। সেখানে ১৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ৬৭ শতাংশই নারী ও শিশু। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের গেলো ৭ অক্টোবরের আকস্মিক হামলায় ১৪০০ জন নিহত হয়েছে বলে জানায় ইসরায়েল। তবে সম্প্রতি সেই সংখ্যা কমিয়ে ১২০০ করা হয়েছে। এছাড়া হামাস ইসরায়েল থেকে ২৪০ জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এরপর থেকে গাজায় ও পশ্চিম তীরে নির্বিচারে হামলা করছে ইসরায়েল। গাজার আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল, জাতিসংঘের ত্রাণ সংস্থার গুদাম, খাবারের দোকানসহ কোনো কিছুই হামলা থেকে বাদ যায়নি। এখন ফিলিস্তিনের পশ্চিম তীরে ও গাজায় ইসরায়েলি হামলায় সাড়ে ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬০০টিরও বেশি শিশু। নিহত বাকিদের মধ্যে বেশিরভাগই নারী।Helping people of Gaza our sacred duty – Putin pic.twitter.com/ozP02CoCHL
— RT (@RT_com) November 22, 2023