আর্কাইভ থেকে বাংলাদেশ

প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে অভিনব শাস্তি আসামিকে

প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে অভিনব শাস্তি আসামিকে

ঠাকুরগাঁওয়ে মাদক মামলার এক আসামিকে একমাসের জন্য মাদক সচেতনতা বিষয়ক প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার অভিনব শাস্তি দেয়া হয়েছে। আসামির নাম আব্দুল্লাহ (৫২)।

আজ রোববার (১০ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী দেলোয়ার হোসেন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ রানীশংকৈল উপজেলার রাউৎনগর গ্রামের মন্তাজ আলীর ছেলে। তিনি ২০১৫ সালের একটি ও ২০১৬ সালের দুটি মাদক মামলার আসামি।

রায়ে বলা হয়েছে, আসামি আব্দুল্লাহ ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে আজ রোববার (১০ এপ্রিল) থেকে আগামী একমাস প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মাদক সচেতনতার পাঠ্যসহ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকবেন। যেখানে লেখা আছে - ‘মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। মাদক দেশ ও দশের শত্রু। মাদক পরিহার করুন’। 

রায়ের বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী গণমাধ্যমকে জানান, আসামির দুই মেয়ে আছে। একজন কোরআন খতম দিয়েছেন, অন্যজন দেবেন। এর আগে তার নামে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। আসামি তার এ কাজে অনুতপ্ত এবং পরিবারে তিনিই একমাত্র কর্মক্ষম ব্যক্তি। তাই সামগ্রিক বিবেচনায় বিচারক এ রায় দিয়েছেন।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন প্ল্যাকার্ড | হাতে | দাঁড়িয়ে | অভিনব | শাস্তি | আসামিকে