আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশটাকে বাসযোগ্য করতে পরিবর্তন আনতে হবে : মির্জা ফখরুল

দেশটাকে বাসযোগ্য করতে পরিবর্তন আনতে হবে : মির্জা ফখরুল

বাংলাদেশে প্রতিটা ক্ষেত্রে শোষণ আর লুণ্ঠন। এই শোষণ দূর এবং দেশটাকে বাসযোগ্য করতে পরিবর্তন আনতে হবে। আমাদের মুক্তির পথ খুঁজে বের করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

আজ রোববার (১০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মাও সে-তুঙ এর দেশে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, দুঃসহ একটা যন্ত্রণা এখন বাংলাদেশে। এরকম যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চায়। আমাদের মুক্তির একটাই মাত্র পথ আছে সামনে খোলা। মওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বাংলাদেশ সৃষ্টিতে যাদের অবদান আছে তাদের স্মরণ করে, তাদের পথে গিয়ে একটা ঘটনা ঘটাতে হবে। 

তিনি বলেন, চীনের মত একটা বিপ্লব আমাদের গড়ে তুলতে হবে। তাতে হয়তো সমস্ত মানুষের মুক্তির পথ হবে না, কিন্তু জাতীয় মুক্তির পথ তৈরি করা হবে।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না জানিয়ে তিনি বলেন, আমাদের আজ মুক্তি পথটাকে খুঁজে বের করতে হবে। প্রথম যে দরকারটা, সেটা হচ্ছে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই অধিকার আমরা পরিস্কার করতে চাই। আমরা নির্বাচনে বিশ্বাস করি। সেই নির্বাচনে যদি যেতে চাই, তাহলে সুষ্ঠু-অবাধ নির্বাচন দরকার।

বিএনপি মহাসচিব বলেন, নতুন চিন্তা আনতে হবে। এখন সমাজতন্ত্রের কথা কেউ বলে না। সমাজতন্ত্র খুঁজে পাওয়া যায় না। সব চিন্তার এখন পরিবর্তন হতে চলেছে। চায়নাতেও এখন তারা বলছে কমিউনিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী।

 

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন দেশটাকে | বাসযোগ্য | করতে | পরিবর্তন | আনতে | হবে | | মির্জা | ফখরুল