আর্কাইভ থেকে বাংলাদেশ

বিরোধী দল উচ্ছেদে মহাপরিকল্পনা সরকারের: রিজভী

বিরোধী দল উচ্ছেদে মহাপরিকল্পনা সরকারের: রিজভী

সরকার আন্তর্জাতিকভাবে প্রবল চাপের মুখে পড়ে এখন দেশের বিরোধী দলকে উচ্ছেদ করার জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

রবিবার (১০ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। চাঁদপুর, হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত এই অবৈধ সরকার দেশকে এমন এক খাদের প্রান্তে নিয়ে গেছে সেখান থেকে সরে আসার কোনও সুযোগ নেই দেখে বিএনপি নেতাকর্মীদের এই রমজান মাসেও মিথ্যা মামলা দিয়ে  গ্রেপ্তার করেছে।’

তিনি বলেন, সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে হিটলারের গ্যাস চেম্বারের ন্যায় বিষাক্ত চেম্বারে ঢুকিয়ে রাখতেই যেন তারা সকল শক্তি প্রয়োগ করছে। এরা গণতন্ত্রের চিরকালীন পথরেখার মধ্যে গভীর গর্ত সৃষ্টি করে এক ভয়ংকর স্বৈরাচারের বৃত্ত তৈরি করেছে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন বিরোধী | দল | উচ্ছেদে | মহাপরিকল্পনা | সরকারের | রিজভী