আর্কাইভ থেকে ক্রিকেট

বিসিবির দায়িত্বে কত দিন থাকবেন জানালেন পাপন

বিসিবির দায়িত্বে কত দিন থাকবেন জানালেন পাপন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার বাসায় সোমবার (২৭ নভেম্বর) জরুরি বৈঠকে বসেছিলেন ওপেনার তামিম ইকবাল। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলে সেই আলোচনা। তবে সেই আলোচনা নিয়ে কিছুই বলেননি তামিম। তামিম কথা না বললেও কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি জানান, আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলবেন না তামিম। তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বিপিএলের পর। এরপরই নিজে ব্যাপারে গণমাধ্যমে কথা বলেন বিসিবি সভাপতি। পাপন জানান, আমার মেয়াদও শেষের দিকে। দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই। বিসিবি বস বলেন, এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। চলতি বছরের জুলাইয়ে হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি এই ক্রিকেটারের।

এ সম্পর্কিত আরও পড়ুন বিসিবির | দায়িত্বে | কত | দিন | থাকবেন | জানালেন | পাপন